শেরপুর সড়ক পরিবহন শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর থেকে এম. সুরুজ্জামান প্রতিনিধি: শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে সদস্য মো. গোলাম মোস্তফা বিপ্লব নামে এক পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

DSC02724
বিপ্লবের স্ত্রী শ্যামলী বেগমের হাতে অনুদানের টাকা তুলে দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক

বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণকারী নব মুসলিম বিপ্লবের স্ত্রী শ্যামলী বেগমের হাতে অনুদানের নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মস্তু।

এ ছাড়াও শ্রমিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ, সহ-সভাপতি আক্রাম  হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিরাজ আলী কালু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মজনু, কোষাধ্যক্ষ পংকজ কুমার সাহা, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৬ এপ্রিল গোলাম  মোস্তফা বিপ্লব শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। তার বাড়ি জেলার ঝিনাইগাতী উপজেলা সদরে।