মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মধুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধুপুর প্রেসক্লাব চত্বরে ক্লাস্টার পরিষদ কাল্ব লিঃ টাঙ্গাইলের উদ্যোগে এ মানববন্ধন হয়েছে।

মানবনবন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্লাস্টার প্রতিনিধি পরিষদ কাল্ব লিঃ টাঙ্গাইলের চেয়ারম্যান মার্টিন মৃ, মধুপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, আবিমা আদিবাসি কো-অপারেটিভ ক্রেডিট লিঃ (আকুল) এর চেয়ারম্যান আন্তনি মাংসাং, কাল্ব এর টাঙ্গাইল জেলা ব্যবস্থাপক সোলায়মান হোসেন প্রমুখ।
মানববন্ধনে ক্লাস্টার এলাকার আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।