রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ড. এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতের মধ্যে দিয়ে রংপুরের নবাগত জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার তার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার মাগুড়া থেকে তিনি রংপুর এসে শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর পারিবারিক কবরস্থানে ড. এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন এবং কবরে পূস্পার্ঘ অর্পণ করেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।