টানা বর্ষণে কাউখালী তলিয়ে গেছে

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পিরোজপুরের কাউখালী। গত ৪ দিনের টানা বর্ষণে উপজেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শহরের প্রধান সড়কে পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অতি বর্ষণে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। জোয়ারে পানি বৃদ্ধি ও অতি বৃষ্টির কারণে নদী-খালে অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানির নিচে ডুবে রয়েছে পানের বরজ। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। টানা ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। নদীতে মাছধরা প্রায় বন্ধ রয়েছে। অনেকের জীবনে নেমে এসেছে আর্থিক টানাপোড়েন।