টানা বৃষ্টিতে ঈশ্বরদীর নিম্নাঞ্চল ডুবে গেছে

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): টানা বৃষ্টিতে ঈশ্বরদী পৌর এলাকার বাজার সংলগ্ন আমবগান এলাকাসহ ডুবে গেছে শহরের নিম্ন অঞ্চল।

এলাকার পুকুরগুলো ভরে ভেসে গেছে চাষ করা মাছ। বৃষ্টিতে রাস্তা ও খেলার মাঠ পানিতে তলিয়ে গেছে। বাড়িতে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ।

ishwardi-26,6,15
বৃষ্টিতে তলিয়ে গেছে মাঠসহ শহরের রাস্তা

পানি অপসারণের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকা তলিয়ে গেছে। এজন্য এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছে।

আমবাগানের বাসিন্দা আব্দুস সামাদ, শাহাবুদ্দিন, আব্দুর রাজ্জাক ও জুলেখা বেগম বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এলাকায় সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা-ঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এছাড়া নিয়মিত ডাষ্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে।