বাবার হাত থেকে জীবনকে ছিনিয়ে নিল ঘাতক বাস

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কটিয়াদীতে বাসের ধাক্কায় জীবন (৬) নামে একটি শিশু মারা গেছে। সে জালালপুর এলাকার ঠেলাগাড়িচালক হামদু মিয়ার ছেলে।

আজ শনিবার সকালে শিশুটি বাবার হাত ধরে হেঁটে খালার বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিল। এ সময় ঘাতক বাস তার প্রাণ কেড়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ-ঢাকা সড়কের রামদী এলাকায় ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন। পুলিশ জীবনের মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।