মসজিদের জমিতে পুলিশ সদস্যের স্থাপনা নির্মাণের চেষ্টা, প্রতিবাদের মুখে বন্ধ

রতন সিং, দিনাজপুর: বেআইনিভাবে মসজিদের জমি দখলে নিয়ে পুলিশের এক এসআইয়ের স্থাপনা নির্মাণের চেষ্টা মুসল্লিদের প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জমি পরিমাপ না হওয়া পর্যন্ত ওই জমিতে সব ধরণের স্থাপনা নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত দেন। এ খবর পেয়ে ওই পুলিশের অভিযুক্ত এসআই রফিক এক মুসুল্লিকে গালাগাল করেন এবং তাকে চাঁদাবাজির ঘটনায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এস আই রফিক বর্তমানে হিলি বন্দরে কর্মরত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘাসিপাড়ার ওই জমির মালিক রুস্তম বিহারি। কিন্তু জমিটি বর্তমানে ঘাসিপাড়া বটতলা মোড়ের রাজুর দখলে রয়েছে। রাজু কৌশলে এসআই রফিকের কাছে ওই জমি বিক্রি করে দেন। অবৈধভাবে বিক্রিত জমির পরিমাণ দুই শতাংশ হলেও এসআই রফিক চার শতাংশ জমি দখলে নিয়ে ওই জমিতে তড়িঘড়ি করে প্রাচীর নির্মাণ করেন। অতিরিক্ত দুই শতাংশ জমি ঘাসিপাড়া মসজিদের। একজন নারী এই জমি মসজিদকে দান করে গেছেন।

শুক্রবার সন্ধ্যায় মসজিদসংলগ্ন জমিতে মিস্ত্রিদের কাজ করার সময় মুসল্লিরা বাধা দেন। মসজিদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী পরিমাপ না হওয়া পর্যন্ত জায়গাতে প্রাচীর নির্মাণ না করার সিদ্ধান্ত দেন। এ খবর এসআই রফিককে মোবাইল ফোনে জানানো হয়। খবর পাওয়ার পর এসআই রফিক মোবাইল ফোনে মসজিদের মুসল্লি রমজান আলীকে গালাগালি করেন এবং নানা হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ সময় চাঁদাবাজির মৌখিক অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানার এসআই দ্বীপেন্দ্র নাথ রায় পুলিশ নিয়ে রমজান আলীকে ধরতে মসজিদে যান। মুসল্লিদের প্রতিবাদের মুখে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসেন।

এ ব্যাপারে এসআই রফিকের নিকট জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে শহরের মধ্যরাতে সদর উপজেলার ফুলতলা রাস্তায় মালবোঝাই ট্রাক্টরের উপর থেকে রানা (১৮) নামের এক যুবক চলন্ত ট্রাক্টরের নিচে পড়ে পিষ্ট হয়। তাকে দ্রুত দিমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রানা সদর উপজেলার ফুলতলা গ্রামের হায়দার আলীর পুত্র। শনিবার দুপুরে নিহত রানার লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের হাউজিং মোড়ে একটি মাইক্রোবাস মালবোঝাই  একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাস চালক আব্দুর রশিদ (৪০), যাত্রী জুলেখা (১৮), সায়মা (২৮), গোলাম রসুল (২৫) ও রসু (৭) আহত হয়। আহতদের দিমেক হাসপাতালে ভর্তি করা হয়।