রংপুর থেকে জয়নাল আবেদীন: সেবামূলক প্রতিষ্ঠান রংপুর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে আজ নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ইফতার মাহফিলে রংপুর মেডিকেল এবং প্রাইভেট মেডিকেল কলেজের ৩ শতাধিক চিকিৎসক বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।