রাজশাহী থেকে কাজী শাহেদ: টানা চারদিনের গুড়িগুড়ি বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টিপাতে জলাবদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে করে নগরবাসীর দুর্ভোগ দেখা দিয়েছে। এর মধ্যে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে কোনো কোনো এলাকায় দুর্ভোগের মাত্রা আরও বেশি।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১০০ মিলিমিটার। আর শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৯ দশমিক ২ মিলিমিটার।
নগরীর উপশহর, তেরখাদিয়া, মহিষবাথান, হেতম খাঁ, রাজাহাতা, কাদিরগঞ্জ, ষষ্টিতলা বেলদারপাড়া শিরোইল, ভদ্রা, পঞ্চবটি এলাকায় দেখা গেছে, এলাকার প্রধান প্রধান সড়কগুলো বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
নগরীর বেলদারপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান আলী বলেন, রাস্তা দিয়ে কোনটা বৃষ্টির পানি কোনটা ড্রেনের পানি কিছু বোঝার উপায় নেই। শিরোইল এলাকার গোলাম মোস্তফা বলেন, পাইপলাইনের গ্যাস সংযোগ দেওয়ার জন্য সব রাস্তা খ্ুঁড়ে রাখা হয়েছে। ষষ্টিতলার বাসিন্দা ইমরান হোসেন বলেন, রাতভর বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় চলাফেরায় অনেক অসুবিধা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, জলাবদ্ধতা নিরসনে নগরীর বেশ কিছু এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। এ কারণে কিছু কিছু এলাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে।