লিটনকে অভিনন্দন জানালেন হুইপ ইকবালুর রহিম

রতন সিং, দিনাজপুর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ও ব্যাটসম্যান লিটন কুমার দাস আজ শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়  হুইপ লিটনকে শুভেচ্ছা জানান ও উপহার প্রদান করেন। তিনি লিটনের আরও সাফল্য কামনা করেন।

litton das wicketkeeper
লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় নাজমা-রহিম ফাউন্ডেশন মিলনায়তনে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজওয়ান-উর-রহমান পলাশ, প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের প্রধান কোচ আবু সামাদ মিঠু, কোচ একেএম আজাদুর রহমান বিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভারতের বিপক্ষে সিরিজ জয়কে উপলক্ষ করে দিনাজপুরের আনন্দ মিছিল বের করা হয়। শেষে লিটন দাসকে সংবর্ধনা দেওয়া হয়।