শেরপুর থেকে হাকিম বাবুল: ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের বয়স বিভাজন করে সম্মানি ভাতা প্রদানের প্রস্তাবের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। শনিবার সকাল ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরু প্রস্তাবিত বাজেটে বয়স বৈষম্যমূলক সম্মানি ভাতার প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা ৬৫ ও তদুর্ধ্ব বয়সীদের ১০ হাজার টাকা ও অন্যদের ৫ হাজার টাকা সম্মানি ভাতার প্রতিবাদ জানাই। অবিলম্বে সকল মুক্তিযোদ্ধাকে সমহারে সম্মানি ভাতা প্রাদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাই। এদিন জেলার ৫ উপজেলাতেও স্থানীয় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে একই ধরনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।