শ্রমিকদের নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: মটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ছাড়া সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় সড়কপথের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাড়তি চাপ পড়েছে ট্রেনগুলোতে। ট্রাকও এ ধর্মঘটের আওতায় রয়েছে বলে জানা গেছে।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা গত ২৮ মে পরামর্শ করে যৌথভাবে সিদ্ধান্ত জানিয়েছিলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করে ২৭ জুন নির্বাচনের আয়োজন করবেন। আর মালিক পক্ষের যোগসাজসে শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ মিয়া গত ৩০ মে রাতের আঁধারে একতরফাভাবে শ্রমিক ইউনিয়নের চলমান কমিটি ভেঙে দিয়েছেন। অথচ গত এক মাসে কোন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি, আজ ২৭ জুন কোন নির্বাচনও হয়নি। সেই কারণেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

নির্বাচনী তফসিল ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে কাঞ্চন মিয়া জানিয়েছেন।