কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সমিতির ৭ জন সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.আহসান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আল-আমিন বাকলাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।
জেলেদের মাঝে জাল বিতরণ
রবিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার অধিদপ্তরের আয়োজনে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্পের আওতায় কাউখালীতে শতাধিক জেলের মাঝে জাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান এ.এম.আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ।