খুলনায় ছাদ ধসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধি, খুলনা: বৃষ্টিতে পুরনো ভবনের ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা (১৩) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। শনিবার সকালে নগরীর আহসান আহমেদ রোডের দ্বিতল ভবনের ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ইমামুল হাকিম টিটোর মেয়ে শাপলা নগরীর সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

শাপলার পরিবারের সদস্যরা নগরীর ৫১, আহসান আহমেদ রোডের নিজ বাসভবনে সেহরি খেয়ে ঘুমিয়ে ছিল। সকালে ভবনের মাঝ বরাবর দোতলার ছাদ ধসে ঘুমন্ত শাপলার ওপর পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।