খুলনায় বোমাসহ জামায়াতের ২৪ নারী গ্রেপ্তার

প্রতিনিধি, খুলনা: কয়রায় তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ২৪ জন নারী নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে গোপন বৈঠকের সময় জেলার কয়রা উপজেলা সদরের গোবরা গ্রামের স্থানীয় জামায়াত নেতা মাওলানা আব্দুল হাইয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তবে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ দাবি করেছেন যে, এসব নারীরা পবিত্র রমজান মাসের তালিমে (বিশেষ প্রার্থনা) ছিলেন। তারা রমজানের আলোচনায় অংশ নেন। পুলিশ তাদের ধরে বোমাসহ অন্যান্য জিনিস উদ্ধার দেখিয়েছে।

আটককৃতরা হচ্ছেন ফাতেমা বেগম (৪৫), তানজিলা (১৭), সাকিলা (২৩), আছিয়া (৪০), আসমা বানু (৪৫), শাহিনা পারভীন (২৫), মমতাজ পারভীন (৩০), হালিমা পারভীন (৪০), আসুরা বেগম (৪৫), মরিয়ম বেগম (৫৪), তহুরা খাতুন (২১), জহুরা খাতুন (৫৫), তাসলিমা বেগম (৪০), তাসলিমা বেগম (২৫), মোমেনা খাতুন (২৪), কোহিনুর বেগম (২৪), খালেদা বেগম (৪৯), আনোয়ারা বেগম (৫০), আনোয়ারা বেগম (৩০), নাজমা বেগম (২২), ইসমত আরা (১৯), ফরিদা বেগম (৫৪),  লাইলী বেগম (৪৭) ও জাকিয়া বেগম (৪৭)।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ জানতে পারে নাশকতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর প্রায় দেড় শতাধিক নারীকর্মী ওই বাড়িতে গোপনে বৈঠকে বসেছে।  বাড়িটি ঘেরাও করে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এদের মধ্যে চারজনের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত সবাই স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।