হায়দার হোসেন, গোপালগঞ্জ: মুকসুদপুরে সরোয়ারজান মোল্যা (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পরিবার বা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ভোররাতে একদল দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। সরোয়ারজান তাদের চিনে ফেললে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরিবারের লোকজনের চিৎকারে করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সরোয়ারজানকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর তিনি মারা যান। তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ৮/৯টি কোপের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী জান্নাতুন্নেছা জানান, কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি বলতে পারব না। তবে রাতে দুর্বৃর্ত্তরা আমাকে হামলা করতে গেলে আমি চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসলে তারা পালিয়ে যায়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। তবে চুরি করতে গিয়ে তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ।