জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): টানা বৃষ্টিতে মংলাসহ আশপাশের এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে শহর ও শহরতলীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সাতদিনের বৃষ্টিতে অনেক রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে। পৌরসভার ৯টি ওয়ার্ড ও নিকটবর্তী ছয়টি ইউনিয়নে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পানিবন্দি হয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
টানা বৃষ্টিপাতের কারণে হতদরিদ্র লোকজন কর্মক্ষেত্রে যেতে না পারায় তাদের ত্রাণ সহায়তা প্রদানের জন্য রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান।
এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে মংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মাকভাবে ব্যাহত হচ্ছে।
নদীর পানি বাড়ায় মংলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক চিংড়ি ঘের তলিয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা।