বীজ প্রযুক্তির ওপর শেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাকিম বাবুল, শেরপুর: মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বীজমান পরীক্ষা বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার শেরপুর খামারবাড়ি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচি দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে শেরপুর সদর উপজেলার ৩০ জন কৃষক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

farmer training on seed technology in Sherpur
অতিথির সঙ্গে প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণে কৃষকদের মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব, বিভিন্ন মানের বীজের ধরন, মানসম্মত বীজ উৎপাদন ও ব্যবহার, বীজের আর্দ্রতা নিয়ন্ত্রণ, অঙ্কুরোদগমক্ষমতা পরীক্ষা ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সির অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আবরার। এজেন্সির উপ-পরিচালক এবং ভ্রাম্যমাণ বীজ পরীক্ষাগার কর্মসূচির পরিচালক ড. হাসান কবীর, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুছ ছালাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা প্রশিক্ষণ প্রদান করেন।

নকলা ও নালিতাবাড়ী উপজেলাতেও এদিন বীজ প্রযুক্তির ওপর আরও দুটি পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।