রেজাউল করিম, শেরপুর: শ্রীবরদীতে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে আটটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক নুরুজ্জামান পরিচালিত অভিযানে শ্রীবরদী শহর ও ঝগড়ারচর বাজারের এসব প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শ্রীবরদী থানার এসআই শাওন মাহমুদ অপু জানান, দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের নয়াপাড়া জামাল মিয়া সেমাই কারখানাকে ৮ হাজার টাকা, মায়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা ও ঝগড়ারচর বাজারের তৌকির হোটেলকে ৫ হাজার টাকা, আফছার আলীর মুদির দোকানকে ৫ হাজার টাকাসহ আট প্রতিষ্ঠানে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।