রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে রনজু নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, শনিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করা নিয়ে উপজেলার জুনিদের পাড়া এলাকায় সংঘর্ষ হয় রোকছেদ মিয়ার পুত্র রনজুর সাথে তার চাচাতো ভাইদের। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন রনজু। মুমূর্ষু অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। এ ঘটনায় ওই গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকছেদ আলী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।