প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীতে অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না প্যাঁচিয়ে ময়ুরী খাতুন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর উপজেলার হাটরা গ্রামের মুকুল হোসেনের মেয়ে ময়ুরী খাতুন নগরীর বোয়ালিয়া মডেল থানার ওয়্যারলেস অপারেটর মুঞ্জুরুল ইসলামের বাড়ির গৃহপরিচারিকার কাজ করত।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খান জানান, ময়ুরীকে সঙ্গে নিয়ে স্যান্ডেল কিনতে সাহেববাজারে আসার সময় অটোরিকশার চাকার সঙ্গে তার গলার ওড়না প্যাঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।