হাতিয়ায় ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী: হাতিয়ায় ট্রলার ডুবে তিন জেলে মারা গেছেন। শনিবার ভোরে বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর এলাকার সূর্যমুখী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে ১০ জন জেলে নিয়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ট্রলারের সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহতরা হচ্ছেন বুড়িরচর ইউনিয়নের রেহেনিয়া এলাকার জামাল ছেরাং (৪৫) ও আব্দুল মতিন (২৫) এবং শূন্যেরচর এলাকার রাকিব হোসেন (১৭)। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো সাংবাদিকদের জানিয়েছেন, ভোর ৪টার দিকে জেলেরা সূর্যমুখী ঘাটের অদূরে মেঘনা নদীতে মাছ ধরতে যায় । জোয়ারের তোড়ে ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা এগিয়ে এসে সাতজনকে জীবিত উদ্ধার করে। সকালে তিন জেলের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন।