লাইব্রেরি গড়ে তুলতে রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বুক সেলফ হস্তান্তর

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে নির্বাচিত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে “আলোর পাঠশালা” শীর্ষক লাইব্রেরি গড়ে তোলার লক্ষ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে বুক সেলফ হস্তান্তর কর হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ পাঠশালায় বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চ মূল্যবোধ, উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে ও তাদের জাতীয় শক্তি হিসাবে সংঘবদ্ধ করবে।

RANGPUR SELF DIS BI PHOTO 29.06,2015
লাইব্রেরি গড়ে তুলতে রংপুরে ২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুক সেলফ হস্তান্তর

বিশ্বসাহিত্য কেন্দ্র রংপুরের সংগঠক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক সিনিয়র সচিব শরিফ মোঃ মাসুদ। বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমসহ অন্যরা। এ সময় শিক্ষার্থীদের মাদক হতে দূরে রাখতে বই পড়ার গুরত্ব তুলে ধরা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে বুক সেলফ হস্তান্তর করা হয়।