রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫তম রিজেন্ট বোর্ডের সভায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৩২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে ভাইস চ্যান্সেলরের বাসভবনের সেমিনারকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাজেটে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের মাধ্যমে ৩৪ কোটি ২০ লাখ টাকা সরকারি অনুদান রয়েছে। বাকি ৫ কোটি ১২ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আসবে।
সভায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তিনজন গবেষককে পিএইচডি পদবি প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএইচডি গবেষকরা হলেন কৃষি অনুষদের অন্তর্গত কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ হতে প্রফেসর মো. আবুল কালাম আজাদ, কৃষিতত্ত্ব বিভাগ হতে পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক এ কে এম জাকারিয়া এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে প্রফেসর মো. মনছুর রহমান।
রিজেন্ট বোর্ড সভায় উপস্থিত ছিলেন রংপুর-৫ এর সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রাজশাহী-৩ এর সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুর রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মো. মিজানুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর প্রফেসর ড. মো. আনিস খান, নর্দান এগ্রো-সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ছফর আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. কান্তা রায় রিমি। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।