রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহের ১৬০তম বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সদস্যদের তাদের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে। শক্তভাবে আন্দোলনে নামতে হবে। যে আন্দোলন তাদের উত্তরসূরিরা শুরু করেছিলেন। ভয়ভীতির কাছে মাথানত করে পিছপা হলে চলবে না।
হাসান আজিজুল হক বলেন, বরেন্দ্র অঞ্চলে আদিবাসীরা খাদ্য নিরাপত্তার জন্য যেভাবে সংগঠিত হয়েছে, সেভাবে দেশের সব এলাকার আদিবাসীদের একত্রিত হতে হবে। এভাবে একত্রিত হলে অধিকার আদায় সম্ভব হবে। এক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করতে হবে। সরকারকে বোঝাতে হবে আদিবাসীদের অধিকার সম্পর্কে।
নগরীর সাধারণ গ্রন্থাগারে মঙ্গলবার সকালে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে রক্ষাগোলা সাংস্কৃতিক কেন্দ্র, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহ। সিসিবিভিও’র সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী নেতা এভারেস্ট হেমব্রম, ঝরনা লাকড়া, নিরঞ্জন কুজুর, নিরাবুল ইসলাম প্রমুখ।