অর্পিত সম্পত্তি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর বাগেরহাট ঐক্য পরিষদের স্মারকলিপি

প্রতিনিধি, বাগেরহাট: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন ও জনসাধারণের হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে বাগেরহাটে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

enemy property
স্মারকলিপি গ্রহণ করছেন বাগেরহাটের জেলা প্রশাসক।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী।

স্মারকলিপিতে বলা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আবেদন নিষ্পত্তির জন্য যেসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেগুলোকে আরও সক্রিয় করে নির্ধারিত সময়ে নিষ্পত্তি করতে হবে। এছাড়া ভুমি অফিসসহ প্রশাসনের নানা স্তরে ঘুষ ও দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপসহ তাদের গ্রেফতার করতে হবে।