প্রতিনিধি, কলাপাড়া: কয়েক শ’ মানুষের সামনে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তার লোকজন। চাপলী বাজারে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর মোল্লা ও ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সিদ্দিক হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিক হাওলাদারকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।
আওয়ামী লীগ নেতার পরকীয়া প্রেমের ঘটনা জানাজানি হওয়ায় এ হামলার ঘটনা ঘটে। সূত্রগুলো জানায়, এক নেতার স্ত্রীর সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। চারদিন আগে ওই নেতা বিষয়টি টের পান। মঙ্গলবার সকালে ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল মাস্টারের কাছে এ নিয়ে নালিশ জানাতে যান যুবলীগ নেতা আবু বক্কর ও সিদ্দিক। এ সময় হারুন তালুকদার, তার ভাই সবুজ ও সুজনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল আবু বক্কর ও সিদ্দিক হাওলাদারের ওপর হামলা চালায়।
আহত সিদ্দিকের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদার জানান, আবু বক্কর তার ঘের ব্যবসার পার্টনার। তার বিরুদ্ধে কুৎসা রটানোর কারণে দলের ছেলেরা তাদের মারধর করেছে। আবু বক্করের স্ত্রীর সাথে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল মাস্টার এই হামলার কথা স্বীকার করে বলেন, তারা স্থানীয়ভাবে বিষয়টি ফয়সালার চেষ্টা করছেন। এটা দলীয় কোনও ব্যাপার না, দুজনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব।