কোটালীপাড়ায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাডায় ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সাথী বিশ্বাস (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাথী বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার পয়সা গ্রামের দশোরথ বিশ্বাসের মেয়ে।

সে পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। কোটালীপাড়া থানার এস আই জায়েদ জানান, ওই স্কুল ছাত্রী সোমবার সকালে বাড়ি থেকে কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইজি বাইকে ওঠার পর অসাবধানতায় ইজি বাইকের চাকায় তার ওড়না পেঁচিয়ে সে গুরুতর আহত হয়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। ওই ছাত্রীর লাশ গোপালগঞ্জ আড়াই শ’ বেড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।