মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরা বাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ধনবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই প্রদীপ কুমার পাল জানান, মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরা বাড়ীতে ঢাকার দিক থেকে আসা একটি পিকআপ (নং-ঢাকা মেট্রো-ন-১৮-২৬০৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ পিকআপের মালিক আবুবকর সিদ্দিক মারা যান।
নিহত আবুবকর সিদ্দিক ধনবাড়ী উপজেলার হবিপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।