কাজী শাহেদ, রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় বসন্তপুর ইটভাটা এলাকায় মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই নারীসহ ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাসের যাত্রী জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকার নারায়ণের ছেলে মানিক (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীহাটি এলাকার ভুলু মন্ডলের ছেলে সামাজুল (৪৫)।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ খন্দকার জানান, আমের ফাঁকা ক্যারেট বোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে আসছিল।
গোদাগাড়ীর বসন্তপুর ইটভাটা এলাকায় বাঁক নিতে গিয়ে ট্রাকের বডির একটি বাড়তি অ্যাঙ্গেল বাসের সঙ্গে ধাক্কা লেগে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।