প্রতিনিধি, খুলনা: অস্ত্র মামলায় আব্দুর রহিম নামক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সায়েদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ২৫ এপ্রিল নগরীর দৌলতপুর দক্ষিণ দেয়ানা গ্রামের শেখ ফজলুল করিমের বাড়ির পাশ থেকে র্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আব্দুর রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি দিলীপ কুমার বাগচী বাদী হয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন। আব্দুর রহিম নগরীর দৌলতপুর দেয়ানা মধ্যপাড়া এলাকার লাল মিয়া ব্যাপারীর ছেলে।
রায় ঘোষণার পর রহিমকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।