ভাসুরের ছেলের পিটুনিতে নারী নিহত

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচাঁ গ্রামে সোমবার চাচাতো ভাসুরের ছেলের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক নারী।

নিজের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর বারোটার দিকে তাসলিমা ও তার স্বামী বিল্লাল হোসেনের সঙ্গে প্রতিবেশি চাচা এবং চাচাতো ভাসুর-দেবরদের সঙ্গে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বাক-বিতন্ডা বাঁধে। একপর্যায়ে উভয়পক্ষে মারামারি শুরু হলে চাচাতো ভাসুরের ছেলে ইলিয়াস (২৬) লাঠি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করে। এসময় ঘটনাস্থলেই নিহত হন তাসলিমা।

পরে তাসলিমার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের এসআই ফয়েজুর রহমান জানান, তাসলিমার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার প্রধান আসামী ইলিয়াসকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেরপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার নবীনগর এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের সামনে সোমবার ট্রাক চাপায় এক কিশোর নিহত হয়েছে।

নিহত শুভ বিশ্বাস (১৫) শহরের সজবরখিলা এলাকার শুভাষ বিশ্বাসের ছেলে। সে শহরের এসএম মডেল স্কুলে মাস্টার রোলে পিয়নের কাজ করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিতে নবীনগর আঞ্চলিক কেন্দ্র থেকে আবেদনপত্র পুরণ করে ফেরার সময় রাস্তায় উঠতেই শেরপুর থেকে নকলাগামী একটি ট্রাক শুভকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিঃসাধীন অবস্থায় হাসপাতালেই সে মারা যায়।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের প্রক্রিয়া চলছে।