মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে পৌর মিলনায়তনে পৌর মেয়র সরকার শহীদুল ইসলাম শহীদ ২১ কোটি ৩২ লাখ ২৮ হাজার ৯২০ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সচিব আলতাব হোসেন, সহকারী প্রকৌশলী শাজাহান কবীর, জ্যাইকার টিম লিডার মিজানুর রহমান প্রমুখ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।