রংপুর সিটি কর্পোরেশনের ৩ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের  তিন কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

সোমবার রসিক কার্যালয়ে প্রায় দুই যুগের এই দেনা পরিশোধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, সচিব ফজলুল কবীর, রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন,  রসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়া, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)  রফিকুল ইসলাম প্রমুখ।

Outstanding electricity bills
তিন কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করলেন রসিক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু