দিনাজপুর থেকে রতন সিং: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে সে সকলের রাষ্ট্র, কোনো বিশেষ গোষ্ঠীর রাষ্ট্র না। এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সব ধর্ম-বর্ণের রাষ্ট্র।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণে সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান আদিবাসীদের সাংবিধানিক অধিকার লংঘনের কথা উল্লেখ করে বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা ও মানবাধিকার লংঘন করেছিল, তারা প্রত্যেকে এদেশে রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিকসহ সব সুবিধা-অধিকার ভোগ করছে। রাষ্ট্র আদিবাসী জনগণের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষা ভূমি ও সম্পদের অধিকার সুরক্ষা করবে। সরকার সমতল আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। পরোক্ষভাবে আদিবাসীরা নিজ ভূমিতে পরবাসী হয়ে আছে উল্লেখ করে তিনি তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, হেকস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি আনোয়ারুল ইসলাম তানু।
সমাবেশে প্রায় তিন হাজার আদিবাসী নারী-পুরুষ অংশ গ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন হরেন্দ্রনাথ সিং। এর আগে জাতীয় সংগীত ও উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে গণসংগীত পরিবেশন করা হয়। এছাড়াও নাগরিক সমাজ, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।