রেজাউল করিম, শেরপুর: দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করার জন্য সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে সচেতন নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি সরকার গোলাম ফারুক।
সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের এম এ হাকাম হীরা, দৈনিক ইত্তেফাকের সামেদুল ইসলাম তালুকদার, দৈনিক প্রথম আলোর এম এ মান্নান সোহেল, সচেতন নাগরিক কমিটির জেন্ডারবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি কোহিনুর রুমা, কমিটির সদস্য অধ্যাপক এনায়েত আলী, জোবায়দা খাতুন, এন এম সাদরুল আহ্সান এবং টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী।