কমলনগরে ভুলুয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর (লক্ষ্মীপুর): কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ভুলুয়া নদীতে বুধবার বিকেলে মাছের পোনা ছাড়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান । অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সার্কেল পুলিশ সুপার নাছিম মিয়া, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন আহম্মদ, এলাকার বিশিষ্টজন ও সাংবাদিকরা।

পুলিশ সুপার চরকাদিরা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পও পরিদর্শন করেন। পরে কমলনগর থানায় ইফতার অনুষ্ঠানে যোগ দেন। এসময় পুলিশ সুপার উপজেলার আইন-শৃংঙ্খলা বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করা হয়।