কলাপাড়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): রাত প্রায় ১০টা। কয়েক শ’ নারী-পুরুষ ও শিশুর ভীড় জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর পাড়ে। সবার চোখে, মুখে উৎকন্ঠা। হারিকেন, টর্চলাইটের আলোতে পুকুরে জাল ফেলা হয়। জালে উঠে আসে চার বছরের শিশু বায়েজিদের মৃতদেহ। শিশুটির নিথর হাতে জাম ভর্তি একটি বোতল। কান্নায় ভেঙে পড়ে উপস্থিত মানুষ।

মঙ্গলবার বিকেলে স্কুলের পুকুর ঘাটে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে ডুবে যায় কলাউপাড়া গ্রামের সেলিম গাজীর ছেলে বায়েজিদ। বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে তার সন্ধানে গোটা লালুয়া ইউনিয়নে মাইকিং করা হয়। কিন্তু বায়েজিদের সন্ধান না পেয়ে পুকুরে খোঁজার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। জেলেপল্লী থেকে জাল এনে পুকুরে ফেলা হলে বায়েজিদের মৃতদেহ পাওয়া যায়।

সেলিম গাজী বলেন, বিকেলে স্কুলমাঠে খেলতে গিয়ে বায়েজিদ নিখোঁজ হয়। তাদের ধারণা কুড়িয়ে পাওয়া জাম ধুতে গিয়ে পা পিছলে সে পুকুরে পড়ে ডুবে যায়।

বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নিহত শিশুর পরিবারের সদস্যরা ময়না তদন্ত করতে হয়নি। পারিবারিক কবরস্তানে বায়েজিদকে দাফন করা হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।