কুয়াকাটায় আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ছয় ভারতীয় জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার কলাপাড়া থানার এস আই নুর ইসলাম বাদল বাদী হয়ে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ আইনে মামলা দায়ের করেন। মামলায় ছয় জেলে মেন্ডিশ, মিশেন , আন্ডুরাজ, আম্বুরিয়া , জোবরাজ  ও রমেশকে আসামি করা হয়েছে।

জেলেরা শারিরীক সুস্থ রয়েছেন। তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলে পাঠান।

শনিবার (২৭ জুন সকালে) কুয়াকাটা সৈকতের ঝাউবাগানসংলগ্ন সাগর মোহনা থেকে কুয়াকাটা নৌ-পুলিশ একটি ফাইবার ট্রলারসহ তাদের আটক করে। আটককৃতরা সবাই ভারতের অন্ধপ্রদেশের বাসিন্দা। তেলেগুভাষী এসব জেলেদের কাছে অন্ধপ্রদেশ মৎস্যবিভাগের ইস্যু করা তিনটি পরিচয়পত্র পাওয়া গেছে। ট্রলারের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ভাসতে ভাসতে তাদের ট্রলারটি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে।

নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বাংলাদেশের একটি ট্রলারের লোকজন ভারতীয় জেলেদের ট্রলারে থাকা জাল, মাছ, মোবাইল ও জিপিআরএস সিস্টেম ছিনিয়ে নেয় বলে জেলে মেন্ডিশ জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

এছাড়া যে ট্রলারটি উদ্ধার করা হয়েছে সেটি ভারত সরকারের অনুদানের ট্রলার হতে পারে বলে তিনি জানান। কারণ ভারতীয় অন্য ফিশিং ট্রলারের চেয়ে এই ট্রলারটি আলাদা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, ভারতীয় ছয় জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে নিতে ভারতীয় দূতাবাস থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই তারা দেশে ফিরতে পারবেন বলে জানান।