আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । মঙ্গলবার বিকেলে পৌরসভা কার্যালয়ে মেয়র এ্যাডভোকেট কায়সার আহাম্মদ এক সাংবাদিক সম্মেলনে বাজেট ঘোষণা করেন ।
নতুন কোনো করারোপ ছাড়াই এ বাজেট পেশ করা হয় । প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ১০ লাখ ৫০ হাজার ১১ টাকা । ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান , প্যানেল মেয়র আলহাজ্ব ফয়জুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, সচিব মো. আবদুর রশিদসহ অন্যরা।