প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের চুলকাঠিতে গোপাল নন্দী নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
জানা গেছে, সদর উপজেলার সুনগর গ্রামের সন্তোষ নন্দীর ছেলে ও চুলকাঠি বাজারের ওষুধ ব্যবসায়ী নন্দী ফার্মেসির মালিক গোপাল নন্দী রাতে বাজার থেকে দোকান বন্ধ করে শুকদাড়া হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির একশ গজের মধ্যে এলে পিছন থেকে আরেকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তার গতিরোধ করে পর পর পাঁচ রাউন্ড গুলি করে। তিনটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চলে যায়। এলাকাবাসী তাকে হাসপাতালে পাঠায়।
চুলকাঠি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নিজাম উদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনএ মামলা হয়নি।