কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীর মিয়াপাড়া এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিতে যুবদলকর্মী জীবন শেখ নিহতের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার দুপুর দেড়টার দিকে র্যাব রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও ছাত্রলীগকর্মী আশিকুর রহমান তুহিন (১৮) এবং হোসেনীগঞ্জ এলাকার কালামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রনি (২৭)।
ফেসবুকে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিনকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে একটি পোস্ট দেন মহানগর ছাত্রলীগের কর্মী তুহিন। এর জের ধরে ২৮ মে রাত ১১টার দিকে রবিন দলবল নিয়ে তুহিনকে মারতে গেলে প্রতিপক্ষের গুলিতে যুবদলকর্মী জীবন শেখ নিহত হন। ওই ঘটনায় ৩০ মে জীবন শেখের বড়বোন শম্পা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা করে মামলা করেন।
র্যাব- ৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি টাইলসের দোকান থেকে মামলার প্রধান আসামি আশিকুর রহমান তুহিন ও একটি বাড়ি থেকে ইসতিয়াক আহম্মেদ রনিকে এগ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই আসামি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেফতার এড়াতে তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।