কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বায়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (২৪) নামের এক যুবক মারা গেছে। মিলন রাজশাহীর দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সিএনজি যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রসুলপুর গ্রামের মুক্তার হোসেন (২৮), শাহবুদ্দিন শেখ (২৭) ও মিস্টার (৩০)।
শাহ মখদুম থানার ওসি আবদুর রউফ জানান, আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি রাজশাহী থেকে মোহনপুর যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি খালি ট্রাক্টর আসছিল। বায়া বাজারের কাছে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।