অনিয়মের অভিযোগে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নার্সিং কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, ভর্তির অতিরিক্ত ফি আদায় ও সরকারি অনুদান এবং উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত তিন শিক্ষিকার অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

RANGPUR PHOTO BIKKOV (1)  01
অনিয়মের অভিযোগে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থাীদের বিক্ষোভ

রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের সংগ্রাম কমিটি ১০টি অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত, অধ্যক্ষসহ তিন শিক্ষিকার অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের ক্লাশ বর্জন ও আন্দোলনে নেমেছে।

এর আগে ১৭ জুন নার্সিং সেবা পরিদপ্তরে এসব অনিয়মের অভিযোগ জানিয়ে তারা আবেদন করে। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষিকাকে ৪৮ঘন্টার মধ্যে অপসারণ ও যে সকল শিক্ষক-শিক্ষিকা অনিয়মের সাথে জড়িত, যাদের জন্য তাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে তাদের অপসারণের দুই দফা দাবিতে বিক্ষোভ করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা ক্লাশ বর্জন করে নার্সিং কলেেেজর প্রধান ফটকে অবস্থান নিয়ে দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। নার্সিং কলেজের সংগ্রাম কমিটির আহবায়ক সুমি আখতার বলেন, অনিয়মের সাথে জড়িত শিক্ষিকাদের অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে।