গোপালগঞ্জে সেইলর বাফুফে অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জে বৃহস্পতিবার থেকে সেইলর বাফুফে অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট শুরু হচ্ছে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। খেলায় ৮ টি জেলা দল অংশ নেবে। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেবে বরিশাল ও শরিয়তপুর জেলা দল।

Gopalganj Sports Photo-01(01.07.2015)
সেইলর বাফুফে অনুর্ধ-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন

এ উপলক্ষে বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিহাদ খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলি নাঈম খান জিমী, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি জসিমউদ্দিন খান খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তরা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে সারা দেশে ৮ টি ভেন্যুতে  এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে গোপালগঞ্জ ভেন্যুতে ৮ টি জেলা অংশ নিচ্ছে। অংশ নেয়া জেলাগুলো হলো- বরিশাল, মুন্সিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ।