রংপুর তিস্তার চরে ষাঁড় প্রদর্শনী ও প্রতিযোগিতা

রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশের চরাঞ্চলে প্রাণীসম্পদ উন্নয়নে রংপুরের তিস্তার চর হারাগাছের মিলন বাজারে ষাঁড় প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর বিভাগের প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম।

ZAINAL RANGPUR PHOTO(1)  02.07.2015
ষাঁড় প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

এসিআই-গোদরেজ এগ্রোবেজ প্রাইভেট লিমিটেডের আয়োজনে রংপুরের তিস্তা নদীবেষ্টিত ৬টি চরের কৃষক দেড় শতাধিক দেশি এবং বিদেশি ষাঁড় এনে প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় তিন ঘন্টাব্যাপী প্রদর্শনী এবং ষাঁড় প্রতিযোগিতা শেষে তিন জন কৃষককে সিলিং ফ্যান, বাইসাইকেল এবং টিভি পুরস্কার  প্রদান করেন  গোদরেজ এর ব্যবস্থাপনা পরিচালক ধ্রুব জ্যোতি ব্যানার্জী এবং দেবাশিষ পাল।