রাজশাহী থেকে কাজী শাহেদ: সরকারি গুদামের শ্রমিকদের চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে বুধবার থেকে ধর্মঘট শুরু করেছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি। রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করে সংগঠনটি। এর আগে গত রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম ধর্মঘটের ডাক দেন।
মঙ্গলবার সকালে সংগঠনটির শীর্ষ নেতারা রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম মহসিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘শ্রমিকদের চাঁদাবাজি বন্ধের বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কোনও সিদ্ধান্ত দিতে পারেননি। তাই ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।’
এ বিষয়ে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম মহসিন জানান, তিনি ঠিকাদারদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। তারপরেও ধর্মঘট শুরু করেছে।