শেরপুর থেকে রেজাউল করিম: শেরপুরের শ্রীবরদীতে ট্রলির ইঞ্জিনের চাপায় কাঠ মিস্ত্রি হোসেন আলী ওরফে পাগলা মিয়া (৩০) নিহত হয়েছে। বুধবার রাতে পৌর শহরের তাতিহাটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত পাগলা মিয়া ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই কোরবান আলী জানায়, রাত সাড়ে ৯টার দিকে ভায়াডাঙ্গা হতে কাঠ ভর্তি একটি ট্রলি শ্রীবরদীর দিকে আসে। এ সময় তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে স্পীডব্রেকারের ওপর ট্রলির ইঞ্জিন ছিড়ে পাশে ফার্নিচার মাঠের দোকানে প্রবেশ করে। এতে ফার্নিচার মাঠে কর্মরত কাঠ মিস্ত্রি পাগলা মিয়া ট্রলির ইঞ্জিনের চাপায় গুরুতর আহত।
স্থানীয় লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যায়।