সর্বহারা পার্টির পরিচয়ে কোটালীপাড়ায় অফিস সহকারীকে হত্যার হুমকি

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীকে হত্যার হুমকি দিয়েছে দক্ষিণ বাংলা সর্বহারা পার্টি। মঙ্গলবার দুপুর ১ টা ৪৬ মিনিটে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আবুল কাশেম মিয়ার মোবাইলে ফোন করে নিজেকে দক্ষিণ বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয় দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

আবুল কাশেম মিয়া বলেন, অফিসে কর্মরত থাকা অবস্থায় তাকে মোবাইল ফোনে দক্ষিণ বাংলা সর্বহারা পার্টির প্রধান পরিচয় দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, এ ব্যাপারে আমি কোটালীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছি।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।