নাচোলে স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

নাচোল থেকে মো. অলিউল হক ডলার: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার নাচোল উপজেলার ফতেপুর ইউপির শিংরইল বাঁশবাড়িয়া গ্রামে।

মৃতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ২৯ জুন ইফতারের পর ৫ম শ্রেণির ছাত্র মোবারক হোসেন (১১) একই গ্রামের চাচা দুরুল ইসলামের বাড়িতে যাওয়ার নাম করে  বাড়ি থেকে বের হয়। রাত গভীর হলে বাড়ি ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজির পর পরদিন মোবারকের পিতা মোক্তার হোসেন নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সাথে বিভিন্ন জায়গায় সন্তানের খোঁজ খবর নিতে থাকেন।

শুক্রবার ভোরে মৃতের পিতা বাড়ি থেকে গরু বের করে পুকুর পাড়ে গিয়ে দেখেন বাড়ির পাশে তার সন্তানের মৃতদেহ অর্ধ গলিত অবস্থায় পড়ে আছে। এ সময় তিনি সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

পরে এলাকাবাসী খবর দিলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা তাকে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।